ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভোটার তালিকা হালনাগাদ শুরু হতে যাচ্ছে, খুরুশকুলের জনগণকে প্রস্তুতি নেওয়ার আহবান – চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকি

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

মে ১৮, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:

ভোটার তালিকা হালনাগাদ শুরু হতে যাচ্ছে, খুরুশকুলের জনগণের প্রতি চেয়ারম্যান জনাব শাহজাহান ছিদ্দিকি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করার আহবান।


আগামী মাস থেকে পরবর্তী ৩ সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে ৷
যাদের জম্মতা‌রিখ ০১-০১-২০০৭ এর পূর্বে এবং যারা আগে ভোটার হননি, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ তারা নতুন ভোটার হিসাবে ফরম পূরন করতে পারবেন।
নতুন ভোটার নিবন্ধনের জন্য যেসকল কাগজপত্র দরকার হবেঃ
* অনলাইন জন্ম সনদের ফটোকপি।
* শিক্ষাসনদের (PSC/JSC/SSC) ফটোকপি।
* পিতা- মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি
* ‌বিব‌া‌হিত‌ হ‌লে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/কাবিননামা’র ফটোকপি।
* ব্লাড গ্রুপের রিপোর্ট
* রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র
* জাতীয়তা সনদ
* খতিয়ান/ দলিলের ফটোকপি
* ভাই/বোন/চাচা/ফুফুর জাতীয় পরিচয়পত্র ফটোকপি
ভোটার নিবন্ধন ফরম পূরন করার জন্য যেসব প্রস্তুতি গ্রহন করা জরুরিঃ
* যাদের জন্মসনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্মসনদ অনলাইন করে নিন।
* যাদের জন্মসনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সন‌দের সাথে মিল নেই, তারা দ্রুত জন্মসনদ সংশোধন করে নিন৷
* যা‌দের জন্মসন‌দ এবং শিক্ষাসনদ তাদের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সা‌থে মিল নেই, তারা পিতা-মাতার নাম অনুযায়ী দ্রুত জন্মসনদ এবং শিক্ষাসনদ সং‌শোধন করে নিন।
ভোটার নিবন্ধনের সময় আপনি যে তথ্য দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র (NID) তে সেই তথ্যই থাকবে। তাই সঠিক এবং সত্য তথ্য দিয়ে আপনার ভোটার নিবন্ধন ফরম পূরন করুন।
অনুরোধক্রমেঃ
জনাব মোঃ শাহজাহান ছিদ্দিকী
চেয়ারম্যান- খুরুশকুল ইউনিয়ন পরিষদ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com