ঢাকারবিবার , ৩০ মে ২০২১
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের ৭জেলায় লগডাউনের সুপারিশ

প্রতিবেদক
সিএনএ

মে ৩০, ২০২১ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিএনএ ডেক্স :
করোনা সংক্রমণরোধে সীমান্তের সাত জেলা লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। জেলাগুলো হলো নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। রোববার (৩০ মে) এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

দুপুর ২টায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব কথা বলেন।

দেশে শর্তসাপেক্ষে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতরের সুপারিশকৃত জেলাগুলোতে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হচ্ছে কি-না, তা জানা যায়নি।

সীমান্তের জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধির কারণ জানতে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে স্বাস্থ্য অধিদফতরের এই মুখপাত্র বলেন, সীমান্তে বৈধভাবে যারা আসছেন তাদের সঠিক ও সুব্যবস্থাপনার মাধ্যমে কোয়ারেন্টাইন করা হচ্ছে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত অনেক বড় হওয়ায় বৈধভাবে যাতায়াতের পাশাপাশি অবৈধভাবেও যাতায়াতের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সংক্রমণ বাড়তে পারে।
তাছাড়া ঈদের সময় ঢাকা থেকে গ্রামে যারা গেছেন তাদের মাধ্যমেও সংক্রমণ বাড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com