ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফাইতংয়ে গাছের ডালে ডালে দুলছে আমের মুকুল-ছড়াচ্ছে সুঘ্রান

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফাইতংয়ে গাছের ডালে ডালে দুলছে আমের মুকুল-ছড়াচ্ছে সুঘ্রান

এম, কামরুল হাসান টিপু,
বান্দরবান জেলা প্রতিনিধি :

গাছের ডালে ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের সুঘ্রাণ। মধু সংগ্রহে মৌমাছিরা ভিড় করছে আম গাছের ডালে ডালে। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের চোখ জুড়ানো মুকুলগুলো।

দেখা যায়, বান্দরবানের লামায় বিভিন্ন ইউনিয়নের ও ফাইতংয়ের প্রত্যন্ত পাড়া মহল্লায় রকমারি আমের গাছ। আর গাছের ডালে ডালে নুয়ে পড়েছে আমের মুকুল
(৮ ই ফেব্রুয়ারী) বুধবার সকাল ৯টায় । আব্দুল হাকিম এর জমিতে গাছে গাছে আমের মুকুল গজাতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন স্থানীয় অনেকে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো।

স্থানীয়রা জানান, প্রায় দুই সপ্তাহ আগে থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। কিছু গাছ মুকুলে ছেয়ে গেছে। বেশির ভাগ গাছে মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই গাছের পরিচর্যা করা হয়। মুকুলের বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শও নিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে জানায়, চলতি মৌসুমে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকা-মাকড় মুকুলের ক্ষতি করে। পোকা দমনে বালইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারেনা। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com