ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে লামায় বিক্ষোভ মিছিল ও সচেতন ছাত্র মানববন্ধন

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু
লামা, বান্দরবান পার্বত্য জেলা

পার্বত্য জেলা বান্দরবানের লামায় মার্মা নারী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ লামা। (২৭ ফেব্রুয়ারি) সোমবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ এর সামনে শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি মাতামুহুরী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ করে। ছাত্র সমাজের নেতা ও রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাডুরী পাড়ার মংয়েনু মার্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ধর্ষিতা নারীর স্বজন হ্লাচিং দাই মার্মানী, ভাই মংক্যহ্লা মার্মা, সরকারি মাতামুহুরী কলেজ ছাত্র মংশৈচিং মার্মা, মংখ্যাএ মার্মা। মানববন্ধনে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী, সচেতন ছাত্র সমাজের নেতৃবৃন্দ, ভিকটিমের স্বজনরা উপস্থিত ছিলেন।

ভেঙ্গে দাও গুড়িয়ে দাও- ধর্ষণকারীর কালো হাত, সচেতন ছাত্র সমাজ- এক হও লড়াই কর, ফাঁসি চাই ফাঁসি চাই- ধর্ষকের ফাঁসি চাই, আমার বোনের উপর নির্যাতন কেন- প্রশাসন জবাব চাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই- ধর্ষক কায়সারের ফাঁসি চাই, এমনই স্লোগান দিতে দিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মার্মা নারীর উপর নির্যাতনের বিচার দাবী করে আন্দোলনকারীরা। শহীদ মিনারের সামনে ৩০ মিনিট সময় ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্বজনের পরিবারের লোকজন বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা লাতুই পাড়া এলাকায় এক মার্মা নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিমকে চিকিৎসার জন্য শনিবার দুপুরে লামা হাসপাতালে আনলে বিষয়টি জানা যায়। এদিকে এই ঘটনায় শনিবার রাতে মোঃ কায়সারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় মামলা রেকর্ড করেছে লামা থানা। ভিকটিম নিজেই মামলার বাদী হন। পুলিশ জানায়, আসামীকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com