ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ আটক-২

প্রতিবেদক
এম কামরুল হাসান টিপু লামা প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ আটক-২

এম, কামরুল হাসান টিপু, বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র অধিনস্হ ঘুমধুম পুলিশের অভিযানে ৯৬টি বিদেশি মদের বোতল সহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৭ টার সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নংওয়ার্ডের কুমির প্রজেক্ট যাওয়ার প্রবেশমুখ এলাকা থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি উখিয়া থানা’র পুকুরিয়া গ্রামের শামসুল আলমের এর ছেলে ইলিয়াছ (৪০)। এবং রামু থানা’র ডালারমূখ গ্রামের কাশেম এর ছেলে শাকিল (১৮)।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টানটু সাহার নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের বিশেষ একটি টিম ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এলাকায় অভিযান চালালে ৯৬টি বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব বিদেশি মদসহ দুইজন চোরাকারবারি কে আটক করা হয়। আটককৃত ইলিয়াছ এবং শাকিল এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com