ঢাকাসোমবার , ২৮ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

লকডাউন অমান্য করায় মৌলভীবাজারে লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
সিএনএ

জুন ২৮, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

করোনা নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় মৌলভীবাজার জেলার সাধারণ মানুষ, মার্কেট ও বিভিন্ন গাড়ি থেকে এক লাখ ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বিধি অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় ১৭২ জনকে মোট এক লাখ ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই দন্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনাররা (ভূমি) এবং প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com