ঢাকাসোমবার , ৫ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

করোনা টিকা নেওয়ার বয়স ৫ বছর কমিয়ে দিয়েছে সরকার

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৫, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

করোনা টিকা নেওয়ার বয়স ৫ বছর কমিয়ে দিয়েছে সরকার। এবার ৩৫ বছর বয়সীরাও টিকা নিতে পারবেন।

আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম ছিল ৪০ বছর।

এবার শিক্ষার্থী ও প্রবাসীদেরও টিকা দেওয়া হবে।

জানা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের মজুদ শেষের পথে থাকায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল।

এর আগে ভ্যাকসিন নিতে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ নিবন্ধন করেছেন।
বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়ার মাধ্যমে একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com