ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আগামী শনিবার কক্সবাজার শহরে বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়

প্রতিবেদক
সিএনএ ডেক্স

ফেব্রুয়ারি ৩, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

প্রেসবিজ্ঞপ্তি :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগের সড়ক প্রশস্তকরণ কাজ, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় শনিবার ৫ ফেব্রুয়ারী সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ তথ্য জানিয়েছেন।

এদিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান-প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি।

কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হচ্ছে-উত্তর ও দক্ষিণ আদর্শ গ্রাম, চন্দ্রীমা, কলাতলী ডলফিন মোড়, কলাতলী রোড, মেরিন ড্রাইভ রোড, মধ্যম কলাতলী, বড়ছড়া এলাকা, দরিয়ানগর, হিমছড়ি, মাঙ্গালাপাড়া, হোটেল মোটেল জোন, সৈকত পাড়া, কলাতলী টিএন্ডটি, সুগন্ধা, লাইট হাউজ পাড়া, সরণ সৈকত, সাংস্কৃতিক কেন্দ্র, লাবনী পয়েন্ট, লাবনী পয়েন্ট হইতে ডলফিন মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের হোটেল মোটেল জোন, মোটেল রোড, বাহারছড়া, সার্কিট হাউজ রোড, হাসপাতাল সড়ক, সদর হাসপাতাল, ডিসি অফিস, এসপি অফিস, হিলটপ সার্কিট হাউজ, হিলডাউন সার্কিট হাউজ, এয়ারপোর্ট রোড, নুনিয়ারছড়া, এয়ারপোর্ট রোডের বরফকল সমূহ, চেয়ারম্যান পাড়া, নতুন বাহারছড়া, টুটিয়া পাড়া, বদর মোকাম, এন্ডারসন রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদিঘীর পাড়, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, আলির জাহাল, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, লার পাড়া ইসলামাবাদ, পুলিশ লাইন, জেলখানা সহ তৎসংগ্ন এলাকা।

প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। এদিন বিকেল ৫ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

এদিকে, উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com