ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভুমিকম্প

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৭, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বুধবার (৭ জুলাই) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লক্ষ্মীপুর নামে একটি জায়গা। ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে এর অবস্থান।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায়, এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভারতের লক্ষ্মীপুরের ৭ কিলোমিটার দক্ষিণে ছিল এর অবস্থান। সময় ৯ টা ১৫ মিনিট।

সকালে কম মাত্রায় হওয়ায় ঢাকার অনেকে না বুঝতে পারলেও কয়েকজন বাসিন্দা নিশ্চিত করেছেন ঢাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

এছাড়া আমাদের সিলেট প্রতিনিধি জানান, সিলেট নগরীর উপ-শহরের বাসিন্দা মাহবুবুর রহমানের দাবি ভূমিকম্পটি ৪-৫ সেকেন্ডের মতো স্থায়ী ছিল।

এদিকে একই সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে কুড়িগ্রাম জেলা। এসময় আতঙ্কে মানুষজন ঘর থেকে বের হ‌য়ে আসে। তবে কোনও হতাহতের খবর জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com