ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার বইল্যাপাড়া এলাকায় দোকানে ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছে ইয়াবা বানিজ্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরের ব‌ইল্যা পাড়া ড়িসি কলেজ সংলগ্ন এলাকায় আরাফাত ট্রেড়িংএর মালিক ড়জন খানিক বিচারাধীন ইয়াবা মামলা আসামি মুসা প্রকাশ ইয়াবা মুসা কিছুদিন আগেও
কিছুটা নিরব ছিল। বর্তমানে নতুন কৌশল অবলম্বন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আরাফাত ট্রের্ড়িং নামক গ্যাসর দোকান খুলে চালিয়ে যাচ্ছে রমরমা ইয়াবা ব্যবসা।

এই বিষয়ে স্থানিয় বাসিন্দা একজন স্কুল শিক্ষক বলেন, কক্সবাজার শহরের এই সড়কে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ স্কুল। বাইয়তুশ শরফ জব্বারিয়া একাডেমি,ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ড়িসি কলেজ।

মুসার গ্যসের দোকানে মাদকাসক্ত ইয়াবা সেবনকারিরা ইয়াবা ক্রয় করতে আসে মোটরসাইকেল চালিয়ে। ইয়াবা আসক্তদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে যে কোন মুহুর্তে স্কুল কলেজে যাতায়াত কৃত ছাত্রর ছাত্রীরা দুর্ঘটনার শিকার হতে পারে। কয়েকদিন আগে জাহানারা বেগম তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে ইয়াবা ক্রয় করতে আসা ব্যক্তির মোটরসাইকেল
তার রিক্সায় ধাক্কা দেয়। অভিভাবক জাহানারা প্রতিবাদ করলে তখন ঐ যুবক মহিলাকে খুব নোংরা ভাষায় গালিগালাজ করে মুসার দোকানের ভেতর ঢুকে যায় । শহরের এই গুরুত্বপূর্ণ এলাকায় স্কুল কলেজে যাতায়াত রত ছাএী ছাত্রিদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের যুব সমাজ ধ্বংসকারী ইয়াবা মুসার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকার সাধারণ জনসাধারণ। এই ব্যাপারে সিএনএ কতৃপক্ষ মুসার সাথে
মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com