ঢাকাবুধবার , ৩০ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া রোহিঙ্গা শিবিরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক
সিএনএ

জানুয়ারি ৩০, ২০১৯ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী:কক্সবাজারের উখিয়ার তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প নং-১৩) ত্রাণ নিতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের ইউনুচের শিশু কন্যা রাফিয়া (৬) পুত্র রায়হান (৪) ও পার্শ্ববর্তী সি-২ ব্লকের ওবাইদুল্লাহ’র শিশু কন্যা আছমা বেগম (৫)। ৩০ জানুয়ারি দুপুরে ক্যাম্প সংলগ্ন খাল থেকে তাদের দেহ উদ্ধার করা হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ডব্লিউএফফি’র ত্রাণ নিতে স্বজনদের সাথে বের হয় ওই ৩ শিশু। প্রায় ঘন্টাখানেক বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পাশ্ববর্তী ১৯নং ক্যাম্পে অবস্থিত পানির ছড়া হতে ওই ৩ শিশুকে উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এব্যাপারে শরণার্থী কমিশনার মো. আবুল কালাম বলেন,পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যুর সংবাদ শুনেছি। তবে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com