ঢাকাবুধবার , ৩০ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

১লা জুলাই হতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে গেলে কঠোর শাস্তি

প্রতিবেদক
সিএনএ

জুন ৩০, ২০২১ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

করোনার সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। মঙ্গলবার (২৯ জুন) সরকারি তথ্য বিবরণে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও বিবরণীতে জানানো হয়েছে। এছাড়া মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com