ঢাকাশনিবার , ৩১ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৩১, ২০২১ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩০ জুলাই) রাতে সাড়ে আটটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

এদিন রাতে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন৷

এরপর রাত ৭টা ৫০ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক শেখ শাহানুর রহমান।

বৃহস্পতিবার হেলেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় এ মামলা করেন র‌্যাব-১ এর সিপিও মজিবুর রহমান। মামলায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন>>

** জয়যাত্রার নামে অনুদান নিয়ে বিলাসিতা করতেন হেলেনা
** হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর
** সেফুদার সঙ্গেও ঘনিষ্ঠতা ছিলো হেলেনার
** হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ২ মামলা
** ১২টি অভিজাত ক্লাবের সদস্য হেলেনা জাহাঙ্গীর
** আদালতে হেলেনা জাহাঙ্গীর, ৫ দিনের রিমান্ড আবেদন

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com