ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের লামায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু,
বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি

সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১১ই ফেব্রুয়ারি) গজালিয়া বাজার ও গতিরাম পাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ রবিউল্লা মেম্বারের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিঃ বাথোয়াইচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও বান্দরবান জেলা কৃষকলীগ এর অন্যতম সদস্য মিঃ অজাহা ত্রিপুরা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ গজালিয়া ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মিঃ উশোঞোয়াই মারমা জয়, বাংলাদেশ কৃষকলীগ গজালিয়া ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মিঃ ইলিশাই ত্রিপুরা মেম্বার, জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক মোঃ মুছা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামাল উদ্দিনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশে বক্তারা বলেন-বিএনপি – জামাত বর্তমান সরকারের উন্নয়ন দেখে হতাশ হয়ে পড়েছে। এখন তারা আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়।

জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর নির্দেশনামতে তৃণমূল পর্যায়ে আমরা রাজপথে রয়েছি।

বিএনপি- জামাত যতই শক্তিশালী হোকনা কেন দেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামীলীগ, কৃষ্ণনগর, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন-এদেশের স্বাধীনতা, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন- এ দেশের অর্থনৈতিক মুক্তি।যেকোন পরিস্থিতি মোকাবিলায় সহযোগী সংগঠন সহ বাংলাদেশ আওয়ামীলীগ মাঠে থাকবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব বলে জানান বক্তারা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com