ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমনে এক কৃষক নিহত

প্রতিবেদক
এম কামরুল হাসান টিপু লামা প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু -বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির আক্রমনে কৃষক নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর করলিয়া মুরা গ্রামের বাসিন্দা মৃত কবির আহাম্মদের পুত্র মোঃ আলী( ৫০)।ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারি বুধবার সকাল সাড়ে দশটার সময় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড লম্বাশিয়া নামক স্থানে চিত্র নায়ক সোহেল রানার রাবার বাগান এলাকায়। প্রত্যক্ষদর্শী জহির আলম জানান প্রতিদিনের ন্যায় রাবার বাগানে মাটলাম সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে মোঃ আলী ঘটনা স্থলেই প্রান হারায়। ঐসময় আশ পাশের লোকজনের সহায়তায় তাকে মৃত অবস্থায় নিজ বাড়ীতে নেওয়া হয়। নিহত ব্যক্তি ৩ সন্তানের জনক। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু জানান, তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ কে ফোর্স পাঠিয়েছেন। বন্য হাতির আক্রমনের বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। নিহত মোঃ আলীর পরিবারে চলছে শোকের মাতম। বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি জানান, বন্য হাতির আক্রমনে নিহতের ঘটনা সত্য। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com