ঢাকাশনিবার , ১৯ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা আসামি ফের অস্ত্র সহ গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক

নভেম্বর ১৯, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

অন লাইন ডেক্স :

কক্সবাজারে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা আসামিকে ২৮ দিন পর ফের অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকা থেকে শনিবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহিঙ্গা আসামির নাম মজিবুল আলম। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২-এর দিল মোহাম্মদের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) এবং এক রাউন্ড শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ২২ অক্টোবর উখিয়া থানা থেকে ১২ জন আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান কক্সবাজার আদালতের উদ্দেশে রওনা দেয়। গাড়িটি রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এ সময় ভ্যানটির ভেতর দরজার তালা খুলে পলিথিন দিতে গেলে ওই আসামি পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ৫ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত ছিল। শনিবার ভোরে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com