ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ৫, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। তিনি ডাকাত নুর নামে পরিচিত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

এসময় সিপিএ মো. ইয়াছিন (২৮), কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০) নামের র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কর্মকর্তা মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ভোরে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম ডাকাত নুরুল হকের আস্তানায় অভিযানে গেলে টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com