ঢাকারবিবার , ১৩ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত

প্রতিবেদক
সিএনএ

জানুয়ারি ১৩, ২০১৯ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

তারেকুল ইসলাম, কক্সবাজার: “শুধুমাত্র পায়ের চিহ্ন রেখে যাও” এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন,আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচী। ১৩ জানুয়ারি সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে কর্মসূচী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সাইফুল ইসলাম জয়। তিনি বলেন, পৃথিবীর এই দীর্ঘ সমুদ্র সৈকত আমাদের, একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সকলের। আসুন সবাই মিলে আমাদের এই অমূল্য সম্পদ পরিষ্কার রাখি। এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কর্মসূচীতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বীচের ব্যবসায়ীসহ পর্যটকের অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com