ঢাকাসোমবার , ১ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে জাতীয় উন্নয়ন মেলা ৪ অক্টোবর থেকে শুরু

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ১, ২০১৮ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার :কক্সবাজার হচ্ছে, বর্তমান সরকারের উন্নয়নের দৃষ্টান্তযোগ্য একটি জেলা। যেখানে অগ্রাধিকার ভিত্তিতে বহুমুখী অনেক মেগা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। তাই আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় এই জেলাসহ সারা দেশে সরকারের বিগত এক দশকে সম্পাদিত সকল উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনসাধারনের মাঝে তুলে ধরতে হবে। কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছরা গোলচক্কর মাঠে অনুষ্ঠেয় উন্নয়ন মেলার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (বেজা) ও সরকারের সচিব পবন চৌধুরী সরকারী কর্মকর্তাদের উদ্দ্যেশে একথা বলেন।
৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। সভার আগে সচিব পবন চৌধুরী গোল চক্কর মাঠে গিয়ে সরেজমিনে মেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।
এদিকে, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন তাঁর অফিসিয়াল ফেস বুক পেইজে এক ভিডিও বার্তায় আসন্ন উন্নয়ন মেলা পরিদর্শন করার জন্য জেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন। ভিডিও বার্তায় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন মেলায় জেলার প্রতিটি দপ্তরের সুদৃশ্য স্টল থাকবে। মেলায় প্রতিদিন শত শত ছাত্র ছাত্রীরা অংশ নেবে। প্রতিদিন কুইজ প্রতিযোগিতা, আতশবাজির পুড়ানো, রিয়েলিটি শো, খ্যাতিমান শিল্পী পার্থ বড়ুয়া, ফকির শাহাবুদ্দীন, রিংন্টু সহ দেশের বিশিষ্ট শিল্পীরা জমকালো গান ও নাচ পরিবেশন করবেন। ৩দিন ব্যাপী এই বর্ণাঢ্য উন্নয়ন মেলা উপভোগ করার জন্য জেলার নাগরিকদের প্রতি প্রচারিত ভিডিও বার্তার মাধ্যমে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com