ঢাকাবুধবার , ২ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

এই মাসেই বৃষ্টি ও বন্যার সম্ভাবনা বেশি

প্রতিবেদক
সিএনএ

জুন ২, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিএনএ ডেক্স :

চলতি মাসে অর্থাৎ জুনে সারাদেশে বর্ষার আগমন ঘটতে পারে। সম্ভাবনা রয়েছে স্বাভাবিক বৃষ্টিপাতের। সৃষ্টি হতে পারে গভীর নিম্নচাপও। পূর্বাভাস দেয়া হয়েছে আকস্মিক বন্যার। পাশাপাশি তাপমাত্রাও উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জুনে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জুনের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে।

এছাড়া বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তার মধ্যে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন মাঝারি ও তীব্র বজ্রঝড়, এবং দেশের জন্য জায়গায় ৩-৪ দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
জুনে দেশে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com