ঢাকামঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের ৫ প্রার্থীর নাম ঘোষণা

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ২০, ২০১৮ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থী কারা জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দলের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, জরিপে এগিয়ে থাকলেও বিতর্কের কারণে কক্সবাজারের আব্দুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদির জায়গায় তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী মনোনয়ন পাচ্ছেন। আর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার জায়গায় মনোনয়ন পাচ্ছেন তার বাবা আতাউর রহমান খান।বিতর্কের কারণে আবদুর রহমান বদিকে বাদ দেওয়া হলেও তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ঘরে কী সবাই অপরাধী? আপনি অপরাধী হলে কী পরিবারের সবাই খারাপ? বদি সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে, তার প্রমাণ কী আছে? তবু কন্ট্রোভার্সি থাকায় অলটারনেটিভ বেছে নিয়েছি আমরা।’টাঙ্গাইলে ঘাটাইল আসনের এমপি রানার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি মার্ডারের অভিযোগে রানা জেলে আছেন। তাই তার বাবা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান খান মনোনয়ন পাচ্ছেন।’তিনি বলেন, ‘মাশরাফি নড়াইল-২ আসনেই নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’এছাড়া ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া আরেকটি পীরগঞ্জ আসনে। দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে। আমি এবার নোয়াখালী-৫  আসনে নির্বাচন করবো’ বলেও জানান এ আওয়ামী লীগ নেতা।আসন বণ্টন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে। চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে।’

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com