ঢাকামঙ্গলবার , ১৫ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

অনার্সে শর্ত অনুযায়ী পাসের সিদ্ধান্ত – জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
সিএনএ

জুন ১৫, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শর্তসাপেক্ষে অনার্স প্রথম বর্ষের ৩ লাখের বেশি শিক্ষার্থীকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে, স্নাতক দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণের চিন্তা-ভাবনা চলছে।

জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, ইনকোর্স সম্পন্ন করা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আমরা শর্তসাপেক্ষে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বর্ষ যাওয়ার পর তাদের পরীক্ষা দিতে হবে এমন শর্ত দেওয়া হয়েছে।

আর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ইনকোর্স সম্পন্ন হয়নি। তাই তাদের পরীক্ষা কীভাবে নেবো তার হোমওয়ার্ক করছি। মৌখিক পরীক্ষা নাকি অ্যাসাইনমেন্টের মাধ্যমে নেওয়া হবে তার চিন্তা-ভাবনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ভর্তি হওয়া তিন লাখের বেশি শিক্ষার্থী এখনও অনার্স প্রথম বর্ষেই রয়েছেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com