অনলাইন ডেক্সঃ
কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকায় নিশাত আহম্মেদ নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উন্নয়ন সংস্থা ( এনজিও) ইউএনডিপিতে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্বার করে পুলিশ।
এদিকে এ মৃত্যু কে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তে মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নিশাত আহম্মেদের বাড়ী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার বলে জানা গেছে।
এদিকে স্থানীয় প্রতিবেশীদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
প্রতিবেশীরা আরও জানান, নিহত নিশাত আহম্মেদ এইএনডিপিতে চাকরি করেন। বিকেলের দিকেও নিশাত আহম্মেদকে তারা দেখেছেন।রাতে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। স্থানীয়রা কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, গত একমাস আগে গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নেন, নিশাত সেখানে একা থাকতো।
নাম প্রকাশে একটি সূ্ত্র বলছে, প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল নিশাত আহম্মেদের। এর জের ধরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন।
এদিকে বাড়ি মালিক জানান, তার কাছে নিশাতের কোন পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেই,নেই ভাড়াটিয়া চুক্তিনামাও।
নিশাত আহম্মেদ এর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।