মোঃ সাজ্জাদ হোসাইন:: কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে ছাত্রীদের নিয়ে ২য় বারের মত আয়োজন করা হলো ইভেন্টু ফিমেনু প্রতিযোগীতার ।
১৩ নভেম্বর ২০১৯ বুধবার সকালে শহরের ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের আওতাধীন বিজনেজ ক্লাবের উপদেষ্টা মারুফ আল মুন্তাসিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটির ট্রেজারর প্রফেসর আবদুল হামিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটির রেজিস্ট্রার জনাব খন্দকার আহসান হাবীব, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান রাজিদুল হক, পরিক্ষা নিয়ন্ত্রক এএসএম সাইফুর রহমান, লাইব্রেরীয়ান সাইন্স অনুষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন সিদ্দিকী, ব্যবসায় প্রসাসন অনুষদের প্রভাষক কাজী নুর-ই জান্নাত, আদিতা বড়ুয়া, তাওসীফ আহমেদ, ফারহা সিদ্দীকি প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটির প্রধান অতিথি অনুষ্টান টি উদ্বোধন পরবর্তী ছাত্র-ছাত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তিনি বলেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অপরীসীম।মনের প্রশান্তির জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি সকল ছাত্রীদের অংশগ্রহণ দেখে মুগ্ধ হন এবং পাশাপাশি বিজনেস ক্লাবের সকলকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতার প্রথম দিনে ছাত্রীদের ক্যারাম, লুডু,ডার্ট বোর্ড, বাসকেট বলসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল দ্বিতীয় দিনের ইবেন্ট শুরু হবে।