ঢাকামঙ্গলবার , ২৫ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চলছে : আইএসপিআর

প্রতিবেদক
সিএনএ

ডিসেম্বর ২৫, ২০১৮ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সেনাবাহিনীর নামে ভুয়া (Fake) ওয়েবসাইট/ফেসবুক পেইজ/ইউটিউব চ্যানেলে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া (Fake) ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম : Bangladesh Army ও Join Bangladesh Army। সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম : Bangladesh Army ও ইউটিউব চ্যানেলের নাম  : Bangladesh Army।এগুলো ব্যতিত অন্যান্য সকল ভুয়া (Fake) ওয়েবসাইট/ ফেসবুক পেইজ/ ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’ একইসঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com