ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লামায় কারিতাসের উদ্যোগে নেতৃত্ব ব্যবস্থাপনা, এডভোকেসি ও লবিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় নেতৃত্ব ব্যবস্থাপনা, এডভোকেসি, লবিং ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর চট্টগ্রাম অঞ্চলের এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় (১৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার।

এতে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার,উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজিম ও মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। এ সময় মাঠ সহায়ক রিন্টু চাকমা, নিরতা তংচংগ্যা ও প্রিয়াংকা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্পের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫টি পাড়ার ২৫জন সদস্য অংশ গ্রহণ করেন। এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, পাড়া পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আরো ২০টি পাড়ার ১২৫ জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com