ঢাকাসোমবার , ১০ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডিএনসি বান্দরবান জেলা কার্যালয়ের অভিযানে ইয়াবা সহ আটক ১ জন

প্রতিবেদক
ইসমাইলুল করিম

জানুয়ারি ১০, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ডিএনসি বান্দরবান জেলা কার্যালয়ের অভিযানে ইয়াবা সহ আটক ১ জন

ইসমাইলুল করিম:

বান্দরবানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয় এর পরিদর্শক মোঃ আলমগীর পাশা এর সার্বিক দিকনির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সহকারী উপ-পরিদর্শক রিংগো চাকমা,মোঃ মুর্তজা,রবিউল হাসনাত সিপাহী উইন চাকমা এর নেতৃত্বে ৯ই জানুয়ারি রবিবার সকাল ১১.৩০ টার দিকে বান্দরবান সদরের পৌরভার, ২ নং ওয়ার্ডের ,বালাঘাটা, লাল মিঞার চর হতে ১ জন ইয়াবা ব্যাবসায়িকে গ্রেফতার করেছে।
মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত এলাকায় অবস্থান নেয় এসময় মোঃ ফরিদুল আলম (৪৬) এর বাসা ঘেরাও করে তার শয়ন কক্ষ হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একই স্থান হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত ব্যাক্তির নিকট হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের প্রেস সুত্রে বিষয় টি জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃত ব্যাক্তিকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আলমগীর পাশা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আলমগীর পাশা প্রতিবেদককে জানান ধারাবাহিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের টিম ১ জন মাদক ব্যাবসায়িকে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে।পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com