ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কবিতা -চেতনা পুড়ছে – কবি সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ২৬, ২০২১ ২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সময়ের সাথে সমগ্র শহরটা আটকা নিষিদ্ধ মাকড়সা
জালে
এখন হয়তো জল সংঘর্ষে মাছেরা কিলবিল
একটুকরো কৃমির জন্য ধেয়ে আসে

ইচ্ছে করে ব্লাউজ সরিয়ে দিয়ে এলোমেলো হয়ে প্রকৃতির সঙ্গে মিশে যেতে।

আজ অনেকটা তাড়াতাড়ি আঁধার নেমে এসেছে
কালো মেয়ের কালো রং এর মেঘ
আমার মাথা চুঁইয়ে নিচে নেমে যাচ্ছে।
কেমন যেনো স্বপ্নে ঘেরা জীবনের হিসাব নিয়ে
নব্য সভ্যতা কালো ফতুয়ার ফতোয়ার জিগির তোলে,
দমকা হাওয়ায় নিয়মানুবর্তিতার মতোন পিছুনে ফেলে মানবতা
উন্মোচিত সূর্য প্রতিদিন নেভে
একটা দিনের অবসান ঘটে।
গাছ ভেঙে পড়ে , আগুনে পোড়ে
আগুন দেবতার পায়ের কাছে
জ্বলে আয়েশ করে
ধর্ম তুমি উপরে এসো
বুকে আগুন জ্বেলোনা —
রিরংসার অন্তরালে নতুন শব্দের প্রতিদিনের একক শরীর একাকার হয়ে
কতটুকু নিরেট তুলির টানে স্পষ্ট হবে এই শহরটার প্রতিকৃতি
সব অভিমান পুড়ে যাচ্ছে জীবন ঝড়ে
সব যাচ্ছে পুড়ে —
সব নস্টালজিক ফাইল বারবার।

ভাবনার অ্যালবামে খোদাই করে একটা প্রভাত গাঢ় কামনায়
নতুন দর্শনের অপেক্ষায় শাশ্বত বিরহ ব্যথায়।।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com