ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মাহফুজ আলী বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেক্স

মার্চ ২৩, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স :

মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে মিথ্যা মানহানিকর ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে সংগঠনের পাবনা জেলা শাখার উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা
জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ¦ ডা. আব্দুস সালাম, সাপ্তাহিক জংসন সম্পাদক ও ঈশ^রদী উপজেলা শাখার সভাপতি এস এম রাজা, সহ সভাপতি বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দপ্তর সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, সহকারি দপ্তর সম্পাদক জেটিভি জেলা প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের
আওতায় এনে দ্রুত গেপ্তারের দাবী জানান।
মানব বন্ধনে সংগঠনের সহ সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সালেকুজ্জামান প্রাঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভি জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, আনন্দ টিভি ফরিদপুর উপজেলা প্রতিনিধি রবিউল
রনি, আইনসিটি সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবন, দৈনিক পাবনার আলো পত্রিকার বার্তা সম্পাদক হুমায়ুন কবির, দৈনিক অ্যারোমনি বার্তা সম্পাদক নবী নেওয়াজ, দৈনিক জনবানী জেলা প্রতিনিধি শিশির পলাশ, ৭১ টিভি ক্যামেরা পার্সন মেহেদী হাসান, সময় টিভ ক্যামেরা পার্সন আসিফ মাহমুদ, বাংলা ভিশন ক্যামেরা পার্সন, জিয়াউল হক রিপন, সহকারী বার্তা সম্পাদক রেহেনা খাতুন, এ.টিভি প্রতিনিধি মুনিম শাহারিয়ার কাব্য, সিএন এফ প্রতিনিধি খালেদ হাসান, দৈনিক ভোরের দর্পন জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, আইন এন এস সম্পাদক ও পাবনা সাংবাদিক ফোরাম
সভাপতি হাসান আলী, সাপ্তাহিক চলন বিল সম্পাদক রফিকুল ইসলাম রনি, বেড়া উপজেলা শাখার আহ্বায়ক ও দৈনিক যায়যায় দিন বেড়া উপজেলা প্রতিনিধি উজ্জল হোসেন, দৈনিক খবর বাংলা স্টাফ রিপোর্টার সোহেল রানা, ডিবিসি ক্যামেরা পার্সন মাসুদ আহম্মেদ সহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে পাবনা ক্ষুদ্র এনজিও জোটের উদ্যোগে আরও একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- ক্ষুদ্র এনজিও জোটের সদস্য ও রূপা এনজিও’র নির্বাহী পরিচালক মোছাঃ সুইটি পারভীন, সুচিতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাছরিন পারভীন কর্ণফুলি সমাজ
উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল লতিফ উদ্দীপনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোছাঃ আলেয়া ইয়াসমিন। এ সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল অনন্য সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন এনজিও’র বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও
অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পাবনার বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান ও উত্তর বঙ্গেও শ্রেষ্ঠ জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটি এনজিও অনন্যা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বর্তমান নির্বাহী পরিচালককে মানসিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবী জানান তারা।

সম্পর্কিত পোস্ট