এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড সুতাবাদী এলাকায় অসহায় কৃষক ওয়ার্ড কৃষকলীগ নেতা মরহুম মো. হাসান (রাজা)’র ৮০ শতাংশ জমির পাকা বুরো ধান কেটে দিয়েছেন ফাইতং ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা অসহায় দরিদ্র কৃষক মরহুম মোহাম্মদ হাসান পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটেছে।
কেন্দ্রীয় কৃষকলীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং বান্দরবান জেলা কৃষক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এর নির্দেশে ফাইতং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) এর নেতৃত্বে ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে (২৯ শে এপ্রিল) শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই এলাকায় শ্রমিক সংকট থাকায় দরিদ্র কৃষক মো.হাসান জমির পাকা ধান কাটতে না পারার বিষয়টি অনুধাবন করে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর নিজে কৃষক লীগ নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে মাড়াই করে দেন।
কৃষক মরহুম মো.হাসান (রাজা) ছেলে মো. শুক্কুর বলেন, ‘জমিতে বোরো ধানের চাষ করেছিল বাবা অনেক স্বপ্ন নিয়ে রমজানে বাবা মারা গেছে। ফলনও এবার ভালো হয়েছে। ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কাছে গিয়ে দেখি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) ধান কাটছেন। মেম্বার’কে দেখে আমি অবাক হই।’ জুবাইর মেম্বার এর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কৃষক নেতা মোহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা দলীয় লোকজন নিয়ে কয়েক দিন থেকে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি । দরিদ্র কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এ দুঃসময়ে আমাদের উচিৎ কৃষকদের পাশে দাঁড়ানো।’
এর আগে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ অসুস্থ একজন জমির ধান কেটে দেন, ওয়ার্ড অসহায় কৃষকদের খোঁজ নিয়ে নিয়মিত ধান কেটে দেয়ার এ কার্যক্রম চালানো হবে বলে জানান জুবাইর মেম্বার।