ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

খুরুশকুলে অসহায়দের পাশে দাড়াঁলেন “কমিশনার মকবুল আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশন”

প্রতিবেদক
সিএনএ

মে ২২, ২০২০ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিঃ

খুরুশকুল গার্লস হাই স্কুলের প্রাঙ্গণে কমিশনার মকবুল আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক খুরুশকূলে ২২মে শুক্রবার ২য় ধাপে অসহায় ও দুস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন,
এতে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম, খুরুশকুল গার্লস হাই স্কুলের প্রতিষ্টাতা এডভোকেট এম সাইফুল্লাহ নূর, কমিশনার মকবুল আহমদ সাহেবের সুযোগ্য সন্তান ও খুরুশকুল গার্লস হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব রাশেদ মাহমুদ,খুরুশকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোর্শেদ আলম কাজল,ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জনাব বুলবুল আক্তার, ০৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সোহেল,খুরুশকুল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবুবক্কর ছিদ্দিক, বিশিষ্ট্য সমাজসেবক মোঃ আলম, ফরিদুল আলম, মনিউল হক,এরসাদুল করিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন,

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন “কমিশনার মকবুল আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশন দেশের এই দুর্যোগকালীন মুহুর্তে খুরুশকুলের প্রতিটা মহল্লায় যেভাবে নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে তা খুরুশকুলবাসী সারাজীবন স্মরণ রাখবে।”

এডভোকেট এম সাইফুল্লাহ নূর সাহেব বলেন “কমিশনার মরহুম মকবুল আহমদ খুরুশকুলের অসংখ্যা মসজিদ, মাদ্রাসা,স্কুল প্রতিষ্টার ক্ষেত্রে যেভাবে অবদান রেখেছিলেন, ঠিক তেমনি ভাবে ওনার সুযোগ্য সন্তানেরা কমিশনার মকবুল আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশন গঠন করে দুস্থ ও অসহায় মানুষে পাশে দাড়িয়েছেন।”

নগদ অর্থ বিতরণের আগে মরহুম মকবুল আহমদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন কোনার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোসাইন।

সম্পর্কিত পোস্ট