ঢাকাবৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে জাতীয় ঘুড়ি উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
সিএনএ

জানুয়ারি ৩১, ২০১৯ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার : বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে জাতীয় ঘুড়ি উৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি ১১টায় কক্সবাজার প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত করণীয় পাঠ করেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু। এসময় তিনি সাংবাদিকদের জানান, আজ ১ ও ২ ফেব্রুয়ারী সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে ২দিন ব্যাপি এ উৎসব অনুষ্ঠিত হবে।
এ উৎসবকে ঘিরে বাঙালি জাতির সংস্কৃতির ঐতিহ্য হারানো ঘুড়ি উৎসব ফিরিয়ে আনতে বর্ণিল বিভিন্ন ডিজাইনের ঘুড়ি উড়ানো হবে। মহা ঘড়ি উড্ডয়নের মধ্য দিয়ে এ উৎসবের শুভ উদ্ধোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। উদ্ধোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মি. ঝাং ঝু উপস্থিত থাকবেন। উৎসবে ঘুড়ি ফেডারেশনের সদস্য ছাড়াও স্থানীয়রাসহ আগত দেশী-বিদেশী পর্যটকরা অংশ নিয়ে রং বে-রং এর ঘুড়ি উড়াতে পারবেন। সংবাদ সম্মেলনে ঘুড়ি ফেডারেশনের সদস্য মো. মাসুম খান, ঈসমাইল হোসেনসহ কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট