ঢাকারবিবার , ১৩ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

এস এস সি – এইচ এস সি পরিক্ষার পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করছে সরকার- শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
সিএনএ

জুন ১৩, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷

রবিবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায়, কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কিনা, সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতিও ছিল, কিন্তু সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতিতে বের করার চেষ্টা করছি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্বাভাবিক পড়াশুনা যেন বাড়িতে চালিয়ে যান, সে বিষয়ে শিক্ষার্থীদের আহ্বান জানাই। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না যে, শিক্ষার্থীদের ক্ষতি হয়। নিজেরা নিজেদেরকে পড়াশুনার সঙ্গে সংযুক্ত রাখতে হবে।’

দীপু মনি বলেন, ‘অনেকেই শেখ হাসিনার সঙ্গে অন্য কাউকে একপাল্লায় মাপে। কিন্তু এটি অসম্ভব। শেখ হাসিনার সমকক্ষ কোনও নেতা বাংলাদেশে নেই। একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। বাকিরা খালি দেশকে পেছনের দিকে নিয়ে গেছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির৷ সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com