প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার দরিয়ানগর বড়ছড়া এলাকায় সদর ইউ এন ও অভিযান, দখলকৃত খাল উদ্ধার।
কক্সবাজার সদর উপজেলাধীন দরিয়ানগর ব্রীজের নীচ দিয়ে প্রবহমান বড়ছড়া নামক খালের উপর কংক্রিটের পিলার দিয়ে বাধ তৈরি করে খালের পানির প্রবাহ আটকে খাল দখলের অভিযোগের ভিত্তিতে সম্মানীত জেলা প্রশাসক কক্সবাজার জনাব মোহাম্মদ সালাহউদ্দিন স্যারের নির্দেশনায় অদ্য ১৭/১১/২০২৪ তারিখ বিকাল ৪ ঘটিকায় উক্ত স্থানে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নীলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন,পরিবেশ অধিদপ্তর,বনবিভাগ এবং ব্যাটেলিয়ন আনসার সহযোগে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি),সদর,কক্সবাজার জনাব শারমীন সুলতানা, মো: মুসাইব ইবনে রহমান, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার, রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা , ব্যাটেলিয়ন আনসার, বীচ কর্মী এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং দেখা যায় যে ছড়ার উপর প্রায় ৮১টি পিলার নির্মান করে এবং সাথে বেশ কয়েকটি লম্বালম্বি বালিভর্তি জিওব্যাগও ফেলা খালির পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে।
এমতাবস্থায়, স্থানীয় শ্রমিক ও বীচকর্মীর সহায়তায় বেশ কিছু পিলার ভেংগে ফেলা হয় এবং জিওব্যাগ গুলোকেও কেটে বালি মাটির সাথে মিশিয়ে বালির বাধ অপসারন করে দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থলে অপরাধের সাথে জড়িত কাউকে না পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।