ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ভগবান শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী – সম্পাদকীয় কলাম এস কে দে

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ২৯, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

সম্পাদকীয় কলাম:

শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী।
শ্রীকৃষ্ণ ছিলেন দেবকি ও বাসুদেব এর সন্তান এবং হিন্দু ধর্মাম্বলীরা তাঁর জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করে। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীরন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না। সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। তাই এ অশুভ শক্তিকে ধ্বংস ও ধর্মের সংস্থাপনের জন্য ভগবান স্বয়ং নিজে ধরাধামে মানুষ্যরূপী দেবকীর গর্ভে নরপিশাচ, নির্যাতন কারি রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে কক্সবাজার নিউজ এজেন্সি পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। পৃথিবীর সকল প্রাণী সুখী হউক।

সম্পর্কিত পোস্ট