জন্মেছি একা, পৃথিবী ছেড়ে চলেও যেতে হবে একা, দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিতে নিজেকে একাই সামলাতে হয়। এযেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। সুন্দর চেহারা ১দিন বৃদ্ধ হবে কিন্তুু সুন্দর ব্যবহার কখনো মলিন হবে না। অবহেলা খুব খারাপ একটা জিনিস যা একজন জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছে টাকে মেরে দেয়। পৃথিবীতে মানষিক শান্তির চেয়ে বড় আর কিছুই নাই তাই যেখানে মানষিক শান্তি পাবেন সেখানে চলে যাবেন পিছনে ফিরে থাকানোর কোন দরকার নাই।
মানুষ তুমি কারো কাছে নগন্য,
কারো কাছে জঘন্য
আবার কারো কাছে তুমিই অগ্রগণ্য।
কারণ ইতিবাচক মুল্যায়ণের মাপকাঠিতে তোমার গুরুত্ব একটুও কমবেনা। তুমি বোকা, তুমি চালাক, তুমি রাগী, তুমি অজ্ঞ, তুমি বিজ্ঞ, তুমি মাটির মানুষ ইত্যাদির কোন কিছুই তুমি নয়, দিন শেষে তুমি তুমিই। একটু ভালো – একটু মন্দ, সবটুকু ভালো হতে কিংবা ভালো রাখতে গেলে দেখবে দিন শেষে তুমিই ভালো নাই ।
তাই জীবনে ৩টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলা উচিত;
১। যারা তোমাকে বিপদে সাহায্য করেছে তাদের কখনো অসহযোগিতা করোনা।
২। যারা তোমাকে ভালোবেসেছে তাদের কখনও ভুলে যেওনা।
৩। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনও ঠকাইও না।