ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে পালাতক আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

এপ্রিল ১০, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকায় কলেজছাত্র রিদুয়ান ছিদ্দিকী হত্যা মামলার পলাতক আসামী মো. সোহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিটি কলেজ এলাকার দক্ষিণ সাহিত্যিকা পল্লীর মাসুদ করিমের ছেলে। শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

উল্লেখ্য গত ২৮ মার্চ রাতে শহরের সিটি কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের ধারালো ছুরির আঘাতে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র রিদুয়ান খুন হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার ৭ নাম্বার আসামী সোহাত। গ্রেপ্তারকৃত আসামীকে রোববার আদালতে সোপর্দ করা হয়ে।

এর আগে মামলার দুই নাম্বার আসামী ছোটন ও ৫ নাম্বার আসামী কামালকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com