ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ৬৪,২৪১ টি পরিবারের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
ইসমাইলুল করিম

মার্চ ২০, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে ৬৪,২৪১ টি পরিবারের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

ইসমাইলুল করিম :
আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে ১কোটি পরিবারের হাতে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার ৬৪,২৪১ টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্ভোধন করেন -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা সদরের রাজার মাঠ প্রাঙ্গনে রবিবার ২০ মার্চ ২২ইং সকালে পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাওসার হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলাপ্রশাসক রাজার মাঠ প্রাঙ্গনে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে পৌর এলাকার বালাঘাটা কেন্দ্রে পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া উপ-পরিচালক,স্থানীয় সরকার লুৎফুর রহমানের উপস্থিতিতে রোয়াংছড়ি উপজেলায় এবং সদর, রুমা, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দের নেতৃত্বে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে পণ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়াও সকালে সুয়ালক ইউপির ৬নং ওয়ার্ডস্থ ফারুক পাড়া,গ্যাছমনি পাড়ায় ৫শতাধিক পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হয় এই সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনজেল হোসেন,উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com