সম্পাদক:
লিমেরিক
“বর্ষা এলো”
কবি আশীষ মণ্ডল
(১)
এলো এলো বর্ষা এলো বাংলার ঘরেতে
আনন্দেতে নিত্য করে চাষীর গানেতে।
খালে বিলে ভরা শুধুই জল,
ব্যাঙ ব্যাঙাচি আনন্দ সম্বল!
মাটির গন্ধে পাগল গানের সুরে তে।
(২)
মুষলধারে বৃষ্টি আসে নদে এলো বান,
কারো মুখে হাসি কারো যায় সন্মান।
ঐ দেখা যায় নৌকার মাঝি
পাল তুলে দিচ্ছে গাঁজি!
আবার ভবপাড়ে কাণ্ডারী হয় ভগবান।
(৩)
লক্ষ্য জীবের আহার চাষীর কর্মে বর্ষা ,
দেশের মানুষ চলছে চাষীর ভরসা।
চাষীর পাশে থাকবো সদা
হালকা করবো ওদের বোঝা,
ওরা সুখী হলে মিটবে সকল আশা।
(৪)
পয়সা তো আর – যায় না খাওয়া বটে,
চাকরি করো লক্ষ্যটাকা থাকো খালি পেটে।
বরষার গাঙের সুরধ্বনি
সকল জীবের আগমনী,
এলো এলো বর্ষা এলো চাষ করবো খেটে।