ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লামা-চকরিয়া সড়কে বাস দুর্ঘটনায় ৪০ জন আহত

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

মার্চ ২, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিন্জা নামক স্হানে মাতামুহুরী সার্ভিস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের পাদদেশে উল্টে গিয়ে ৪০ যাত্রী আহত হয়েছে।তবে আহতেদর সংখ্যা আরো বৃদ্ধি হতে পারে বলে সচেতন মহল দাবী করেন।

স্থানীয়রা জানান,(০২ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় লামা থেকে চকরিয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে ।তবে আহত ৪০ হলেও কেউ নিহত হয়নি। এ দুর্ঘটনার সংবাদ পেয়ে লামা উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফা জাবেদ কায়সার ও লামা পৌর সভার মেয়র জহিরুল ইসলাম ঘটনাস্হল পরিদশর্ন করে আহতদের খোঁজখরব নেন।
আহতদেরকে পার্শ্ববর্তী চকরিয়া ও লামা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের সঠিক নাম ঠিকানা এখন পাওয়া যায়নি।

এই ব্যাপারে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শহিদুল ইসলাম চৌধুরী এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হাসপাতালে ৬ জনকে ভর্তি করা হয়েছে।

এদিকে লামা মাতামুহুরী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রুহুল আমিন এবং আবু তালেব প্রফেসার উক্ত বাসে ছিলেন এবং আহত হয়েছেন, তাদের চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট