সরকার যেভাবে বলবে শপিং মল ও দোকানপাট আগামী সোমবার (২৮ জুন) থেকে সেভাবেই বন্ধ রাখা হবে। মাস্ক শতভাগ নিশ্চিত করা না গেলে বারবারই এমন লকডাউনে যেতে হবে। শুক্রবার (২৫ জুন) বিকালে এ কথা বলেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘আইন প্রয়োগ করে হলেও মাস্ক পরা নিশ্চিত করতে হবে। আগামী সোমবার থেকে সকল দোকান বন্ধ রাখা হবে।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য জানান।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলা লকডাউনের মধ্যেই গত ২৪ এপ্রিল সারাদেশে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয়। টানা ১১ দিন বন্ধ থাকার পর তখন স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলার সিদ্ধান্ত হয়েছিল।