ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আমার সংঙ্গা/আমার কলমে ——————————————– মধুমিতা

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ২৮, ২০২১ ২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

আমার সংঙ্গা/আমার কলমে
——————————————–
মধুমিতা
তৃতীয় কন্যা এই আমি, আমার আমিকে যেভাবে জানি।
লঘু গুরু জ্ঞান হীন স্পষ্ট কথার কষ্ট বিহীন,
পরামর্শ সবার সাথে, সিদ্ধান্ত নিজের হাতে।

সৌদি আরব করিনি নিজেকে শুকনো ভেজাই চিরে কে।
ধনী বা গরীব সে কি, ভালোবাসা ধরণ দেখি ভালবাসলে পায়ে ধরি না হলেই বিদায় করি।

নুন খেলেই গুন গাইবো আমৃত্যু ভেবেই রাখি,
বেইমানদের মুখ দেখি না- ছায়া দেখেই সরে আসি,
বুঝে যাই চালাকি সেজেগুজে তবু থাকি।

কথা দিই না কখনো কথা রাখাটা ঝকমারি,
কথার খেলাপ করে যারা তাদেরকে তকমাদি।
বিজ্ঞাপন টা কম করি উচিত কাজটা আগে সারি।

অন্ধকারে জুজুরভয় কুসংস্কারের ছত্রছায়ায়ে!
আমাকে তিনারা ঢাকতে পারেনি তাদের মত চাওয়া পাওয়ে,
তাইতো আমি ছন্নছাড়া বিচ্ছিরি এক অভিমানী।

কারো কাছে ভালো হবার মুখোশ পরার ধার ধারি নি,
আহা, লক্ষ্মী আমি নই মোটেই নই ;
গুনে তে আমি সরস্বতী হই না হই!
মনুষ্যত্বের মন টি আমার ভুলেও যেন না ভুলি সই।।

সম্পর্কিত পোস্ট