ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লামায় ১০টি ইটভাটাকে সাড়ে ২৮ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু –
বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে ইটভাটায় পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ (৭ই ফেব্রুয়ারী) মঙ্গলবার দিনব্যাপী লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মোঃ আবদুছ ছালাম সহ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে লাইসেন্স ব্যতিত ইট প্রস্তুুত, বিভিন্নভাবে পাহাড় কাটা, ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা ও নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপনের অপরাধে ইউবিএন ইট ভাটাকে ২ লক্ষ পঞ্চাশ হাজার,নফোরবিএম ইটভাটাকে ৩ লক্ষ,ওয়াইএসবি ইটভাটাকে ৩ লক্ষ,এমএমবি ইটভাটাকে ৩ লক্ষ,এসএবি ইটভাটাকে ৩ লক্ষ,এসএমবি ইটভাটাকে ৩ লক্ষ,কেবিসি ইটভাটাকে ৩ লক্ষ,এসডাব্লিউবি ইটভাটাকে ২ লক্ষ পঞ্চাশ হাজার,এফএসি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করে এবং তা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ফাইতং এর মোট ১০ টি অবৈধ ইটভাটাকে ২৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক ফকর উদ্দিন চৌধুরী বলেন লামা উপজেলায় এখনো অনেক অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে যার অধিকাংশই পরিবেশের ক্ষতিকরে আইন না মেনে পরিচালিত হয়ে আসছে।

তিনি আরো বলেন অবৈধভাবে গড়ে উঠা সকল ইটভাটা উচ্ছেদ ও বন্ধে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com