ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

একই রাতে খুরুশকুলের তিন মসজিদের দান বাক্স চুরি

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৯, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

একই রাতে খুরুশকুলের তিন মসজিদের দান বাক্স চুরি।

গত কাল বৃহস্পতিবার গভীর রাতে খুরুশকুলের গাজীর ডেইল, মেহেদী পাড়া ও রহুলার ডেইল জামে মসজিদের দান বাক্সের চুরির ঘটনা ঘটেছে। একই রাতে চোরের দল তিন মসজিদের দান বাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে যায়। এলাকা বাসী জানায় ইতি মধ্যে আমাদের এলাকায় বখাটে ও মাদক সেবন কারী বেড়ে যাওয়ায় এ রকম ঘটনা বেড়েছে। সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে আরো ঘটনা গড়তে পারে। এ জন্য এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও নজরদারি বাড়ানোর অনুরোধ জানায়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com