ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

খুরুশকুল উত্তর হিন্দু পাড়া সমাজ পরিচালনা কমিটি গঠন।

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

মার্চ ১৯, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খুরুশকুল উত্তর হিন্দু পাড়া সমাজ পরিচালনা কমিটি গঠন।

(প্রেস বিজ্ঞপ্তি)

কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত খুরুশকুল ৭নং ওয়ার্ডের উত্তর হিন্দু পাড়ার সমাজ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ মার্চ ( সোমবার) রাতে স্থানীয় হরি মন্দির প্রাঙ্গণে সামাজিক বৈঠকের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। উক্ত বৈঠকে সবার সম্মতিক্রমে
বাবু দুলাল কান্তি দে সভাপতি, বাবু ধনঞ্জয় দে সাধারণ সম্পাদক ও বাবু বাবুল কান্তি দে অর্থ সম্পাদক মনোনীত হয়।

খুরুশকুল উত্তর হিন্দু পাড়ার প্রবীণ মুরব্বি বাবু দুলাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সামাজিক বৈঠকে উপস্থিত ছিলেন খুরুশকুল ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রনজিত দে, সাবেক মেম্বার জয় বর্ধন দে, এডভোকেট সন্তোষ কান্তি দে, পরিতোষ দত্ত, মাষ্টার নির্মল কান্তি দে, মিলন দে, বাবুল দে, মাষ্টার বাবুল দে, ধনঞ্জয় দে, সোনা দে, মিলন দে, কৃষ্ট দে, নয়ন দে, আবু দে, কার্তিক দে, পরিমল দে, ছোটন দে, টিটু দে, রতন দে, অভিমূল্য দে, সুনীল দে, পলাশ দে, অনিল দে, রুপন দে, লিটন দে, নির্মল দে, পরিমল দে, মজিদ দে, পাদুর দে, লক্ষণ দে, শ্যামল দে, নিখিল দে, রামপদ দে, কার্তিক দে, সুমন দে, পলাশ দে, দেবাশিষ দে, নারায়ণ দে, শেপাল দে, পরিমল দে, টিটু দে, দিলিপ কুমার দাশ, সুভাষ দে প্রণব দে, সুমন দে প্রমুখ। উক্ত বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। সমাজ পরিচালনা কমিটি ঘোষনার পর সভাপতির বক্তব্যের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষনা করা হয়।

সম্পর্কিত পোস্ট