অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্গম পাহাড়ি অঞ্চলে জঙ্গী আস্তানায় অভিযান চালিয়ে ১০ জঙ্গীকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় জঙ্গীদের সাথে থাকা কোলের দুই শিশু ছাড়াও ৬ বছর বয়সী আরেক শিশুকে উদ্ধার করা হয়।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের দুর্গম এক পাহাড়ে জঙ্গী আস্তানায় অভিযান পরিচালনার জন্য বৃহস্পতিবার বিকেল থেকেই বিপুল সংখ্যক পুলিশ আস্তানাটি ঘিরে ফেলে। অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু নিজেদের আয়ত্বে আনার পর শনিবার ভোরে অপারেশন হিলসাইড শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। সকালের ভেতরেই কোনো রকম অঘটন ছাড়াই সফলভাবে অভিযান শেষ হয়। পরে গণমাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান।