ঢাকাশুক্রবার , ২০ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ি ঝরনায় গোসল করতে গিয়ে মুখোশধারী রোহিঙ্গারা ছিনিয়ে নিয়েছেন ৬ যুবকের টাকা-মোবাইল

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ২০, ২০২১ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ঝরনায় গোসলের সময় কলেজপড়ুয়া ছয় যুবকের কাছ থেকে মুখোশধারী রোহিঙ্গারা টাকা-মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় টেকনাফের পানখালী ঢালাস্থল পাহাড়ি স্বপ্নপুরি ঝরনা এলাকায় এ ঘটনা ঘটে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পর্যটন সম্ভবনাময় পাহাড়ি স্বপ্নপুরি নামের ঝরনা এলাকায় অনেকে বেড়াতে আসেন। বেড়াতে এসে অনেকে ঝরনায় গোসলে নামেন। শুক্রবার সকালে স্থানীয় কলেজপড়ুয়া যুবকরা ঝরনায় গোসলে নামেন। এসময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করেন। এতে কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হলেও ছয়জনকে তারা আটকে রাখেন। ঘণ্টাখানেক পর মারধর এবং মোবাইলফোন ও টাকা লুট করে তাদের ছেড়ে দেন।

স্থানীয় মো. মাজেদ বলেন, আমার ভাতিজা মিজান তার কলেজ বন্ধুদের সঙ্গে পাহাড়ি ঝরনায় বেড়াতে যায়। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা তাদের ঘিরে ফেলে। এসময় তাদের কয়েকজন সহপাঠি পালিয়ে আসতে সক্ষম হয়। তাদের মাধ্যমে এ খবর জানতে পারি। বিষয়টি জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ভিকটিমদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িতদের আইনের আওতার আনার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট