ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে সন্ত্রাসী শহর মুল্লুক বাহিনী কর্তৃক সেলিমের পরিবার বর্বরোচিত হামলার স্বীকার

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ৬, ২০২১ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সন্ত্রাসী শহর মুল্লুক বাহিনী কর্তৃক সেলিমের পরিবার বর্বরোচিত হামলার স্বীকার।

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরের পৌরসভার ১নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সেলিম উদ্দিন। দীর্ঘদিন ধরে সে এলাকার খালে বিহিন্দী জাল বসিয়ে মাছ ধরে জীবন যাপন করে যাচ্ছে এরই মধ্যে কাল হয়ে দাঁড়ায় স্থানীয় সন্ত্রাসী শহর মুল্লুক পরিবার। সেলিম দুঃখে কষ্টে হালাল জীবিত উপার্জনের মাধ্যমে তার পরিবার পরিজন নিয়ে মোটামুটি দুটো ডালভাত খেয়ে আসছে। তার এই স্বাভাবিক সাদাসিধা জীবনযাত্রায় পরশ্রীকাতর হিংসাপরায়ন ও লোভের বশীভূত হয়ে তার জীবনযাত্রায় বাধা হয়ে কাল দেবতা হয়ে দাঁড়ায় এই শহর মুল্লুক। এই নিয়ে সামাজিক ভাবে অনেক বার এবং স্থানীয় ওয়ার্ড কমিশনার এর কাছে বেশ কয়েকবার বসেও সঠিক ও সুষ্ঠু কোন সুরাহা পাইনি বলে অভিযোগ অসহায় সেলিমের পরিবারের। স্থানীয় সুত্রে জানা যায় শহর মুল্লুক কক্সবাজার শহরের পৌরসভার ১নং ওয়ার্ড এর কুতুবদিয়া পাড়ার আলী আকবরের ছেলে। এলাকার স্থানীয় লোকজন সুত্রে জানা যায় শহর মুল্লুক অত্যন্ত বিপদজনক সন্ত্রাসী মারাত্নক খারাপ প্রকৃতির লোক। লোভ প্রতিহিংসা পরায়ণ হয়ে যখন তখন যার তার বিষয় ব্যাপার নিয়ে গায়ে পড়ে সন্ত্রাসী কায়দায় ত্রাস সৃষ্টি করা সহ এলাকায় প্রায় লোকজন এর সাথে ঝা-ঝামেলা করে বলে অভিযোগ উঠে প্রায়।এতে তার সন্ত্রাসী বাহিনীর তান্ডবে এলাকার সরলমনা জনগণ অশান্তিতে অতিষ্ট। গত ২৯/৭/২০২১ তারিখে শহর মুল্লুক পুনরায় সন্ত্রাসী তান্ডব চালিয়ে সেলিমের জাল ফার নষ্ট করে সব ভেঙে ছিড়ে দিয়ে জোর পূর্বক দখলে নেওয়ার অপচেষ্টা চালায় । এতে এলাকার স্থায়ী জনসাধারণ এগিয়ে এসে সামাজিক বিচারের সালিসি সমাধানের আশ্বাস দেয়।এরই মধ্যে সংবাদ মাধ্যম তথা গণমাধ্যমে খবর গেলে এই নিয়ে সামাজিক স্থানীয় সচেতন মহল এলাকার স্বনামধন্য লোকজন ও ওয়ার্ড কমিশনার বিষয়টি আমলে নিয়ে শহর মুল্লুককে বললে সে দিগুণ চড়াও রাগান্বিত ক্ষোভের বশিভূত হয়ে গত ৪/৮/২০২১ ইংরেজি শহর মুল্লুক তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দলবেঁধে দেশীয় লাঠিসোটা নিয়ে সেলিমের বসতবাড়ি ঘরের উপর হামলা করে অত্যাচার নির্যাতন করে। এতে নিরুপায় অসহায় সেলিম উপায়ন্তর না দেখে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে কক্সবাজার সদর মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিলের কথা বলে থানা প্রশাসন। এরই মধ্যে ৫/৮/২০২১ ইংরেজি দিনের বেলায় স্থানীয় কক্সবাজার পৌর ১নং ওয়ার্ড কমিশনার আকতার কামাল উভয় পক্ষকে সালিসি বোর্ডে ঢেকে পাঠালে উভয়ের উপস্তিতির মধ্যে সিদ্ধান্ত হয় যে চারজন প্রতিনিধি খালের ঘটনাস্থল পরিদর্শনে যাবে যদি জাল বসানোর জায়গা খালি থাকে তাইলে বসাবে অন্যথায় শহর মুল্লুক ওখান থেকে সরে চলে যাবে। এই অবস্থায় সালিসি প্রতিনিধি সাথে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে সেলিম ও তার স্ত্রীর উপরে আগে থেকেই ওতপেতে থাকা শহর মুল্লুক এর সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত হামলা চালায় এতে সেলিম ও তার স্ত্রী উভয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়।সেলিমের ছোট ভাই রিয়াদ পুনরায় ৯৯৯ এ ফোন দিয়ে জানালে কিছু ক্ষনে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে সত্যতা যাচাই করে যায় আর ওদিকে সেলিম ও তার স্ত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই রিপোর্ট হওয়া পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় সেলিমের পরিবার
খারাপ প্রকৃতির সন্ত্রাসী শহর মুল্লুক বাহিনীর তান্ডব লীলা থেকে বাচতে এলাকার স্থানীয় সচেতন মহলের জোর দাবী সেলিমের পরিবার পরিজন কে সন্ত্রাসী শহর মুল্লুক বাহিনী থেকে বাচাতে প্রশাসনের আন্তরিক জরুরি হস্তক্ষেপ সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত পোস্ট