লেখক: মঈনুল হাসান পলাশ – সম্পাদক -দৈনিক সমুদ্র কন্ঠ
প্রসঙ্গ-কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া
ইতালির সিসিলি দ্বীপে মাফিয়াদের উৎপত্তি।
মাফিয়ারা যখন কোনো “শয়তান” তৈরি করে,তখন সেই শয়তানের জন্য একটা মেয়াদ ঠিক করে রাখে।
যখন তাদের সৃষ্টি করা শয়তান,বেশ বাড়বাড়ন্ত হয়,তখন নতুন শয়তান সৃষ্টি করে। এবং নতুন শয়তানকে দিয়ে,পুরনো শয়তানকে সাবাড় করে দেয়।
এভাবে টিকে থাকা এবং ক্ষমতা ধরে রাখা নিরংকুশ হয়।
……………
এই মাফিয়া প্রসংগটা আনলাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে।
এখানে খুন-দখল,চাঁদাবাজি-মাদক কারবার চলছে এক যুগ ধরে।
এখানে একটা “মাফিয়া” মডেলের রাজত্ব রয়েছে।
বাইরের মুখচেনা কিছু লোক এই মাফিয়াবাজি চালায়।
এই দক্ষিণ রুমালিয়ার ছড়ায় সিংগেল খুন হয়েছে।ডাবল খুন হয়েছে। হাফ ক্রশফায়ার হয়েছে। ফুল ক্রশফায়ার হয়েছে।
এখানে সেই মাফিয়া পদ্ধতিই অনুসরণ করা হয়। শুরুতে কিছু দূর্বৃত্তকে ছায়া দেয় তাদের “বস”। তারপর দূর্বৃত্তরা যখন বেশি আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠে,আরেকদল পাল্টা দূর্বৃত্ত তৈরী করে। তারপর সেই খেলা…..
আর,প্রতিপক্ষ তৈরী করা না গেলে, ক্রশফায়ারের ব্যবস্থা করে দেয় সেই ” বস”। খতম!
এই এলাকায় যে ” বস” অথবা “বস” রা…তেমন কোনো মেধাবী লোক নয়৷ খুব একটা উচ্চশিক্ষিতও নয়।
আমার ধারণা, তারা এইসব মহল্লাভিত্তিক মাফিয়াগিরি শিখে সিনেমা দেখে দেখে। এদের এতো দক্ষতাও নেই…