ঢাকাশুক্রবার , ২ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

টানা বর্ষণে নেমে আসা ঢলে ঈদগাঁও ফুলেশ্বরী নদী উপর নির্মিত ব্রিজ ভেঙে যায়

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

টানা বর্ষণ ও উজান থেকে নামা আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের ঈদগাঁও ফুলেশ্বরী নদী উপর নির্মিত ব্রিজের পিলারসহ দুটি স্প্যান ভেঙে গেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ব্রিজটি আকস্মিক ভেঙে পড়ায় কক্সবাজার সদর উপজেলার পোকখালী-জালালাবাদ ইউনিয়নের অর্ধ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ব্রিজ এলাকার ইউপি সদস্য ওসমান সরোয়ার ডিপো জানান, গত দুদিন ধরে টানা বর্ষণ চলছে। বুধবার দুপুর থেকে মৌসুমের প্রথম ঢল নেমেছে ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে। মাঝারি মানের স্রোতের তোড়েই জালালাবাদ মনজুর মৌলভীর দোকান এলাকার দুই ইউনিয়নের সংযোগ ব্রিজটি ভেঙে পড়ে।

মনসুর আলম নামের স্থানীয় এক যুবক বলেন, ২০০৬-০৭ সালের দিকে ব্রিজটি নির্মাণের পর দুই পারের লোকজনের যাতায়াত সহজ হয়। কিন্তু বৃহস্পতিবার এটি ভেঙে পড়ে। এতে এ এলাকার মানুষ ভোগান্তিতে পড়বে।

পোকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিক বলেন, বৃহস্পতিবার সকালে ঢলের পানির তোড়ে ব্রিজের মধ্যবর্তী দুটি স্প্যান ও একটি পিলার ভেঙে নদীতে তলিয়ে গেছে। এ সময় ব্রিজ পার হতে গিয়ে ৮-১০ জন পথচারীও নদীতে পড়ে গিয়ে সামান্য আহত হন।

সম্পর্কিত পোস্ট